রোববার ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ২৬ অক্টোবর ২০২৫

টেস্ট অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন

টেস্ট অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন
ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন শান্তর পদত্যাগের পর থেকে টেস্ট দলের অধিনায়কশূন্য বাংলাদেশ। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনের শেষদিকে আচমকাই শান্ত ঘোষণা দেন, টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। সেই ম্যাচের পর আর কোনো টেস্ট খেলা হয়নি বাংলাদেশ দলের, আর অধিনায়কের চেয়ারে বসেননি কেউ।

এরপর থেকেই ক্রিকেটপাড়ায় জোর আলোচনা—কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক? অনেকে ভেবেছিলেন, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতেই দায়িত্ব যাবে। কিন্তু সাম্প্রতিক সময়ে লিটন দাসই এগিয়ে আছেন দৌড়ে।

আগামীকাল (সোমবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন লিটন। টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতেই হাসিমুখে উত্তর দেন তিনি “এটা বলা এখনই কঠিন ভাই, এখন পর্যন্ত কিছু জানি না। তারা (বিসিবি) যদি মনে করে আমি যোগ্য, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবে। দেখা যাক, সিদ্ধান্ত কী হয়। একজন খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়া অনেক বড় সম্মানের বিষয়। আমার মনে হয়, কেউই না বলবে না। তবে এখনো তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।”

সাম্প্রতিক সময়ে মিডল অর্ডারের ব্যর্থতা নিয়ে যখন সমালোচনা চলছে, তখন বিষয়টি নিয়েও মুখ খোলেন লিটন। তার মতে, এমন ওঠানামা খেলারই অংশ “কোনো কোনো সিরিজে টপ অর্ডার ভালো করবে না, তখন মনে হবে ওখানে সমস্যা হচ্ছে। আবার কখনো মিডল অর্ডার খারাপ করলে মনে হয় গ্যাপ আছে। কিন্তু দেখবেন, তখন লো-অর্ডার ভালো খেলছে। ক্রিকেট এমনই—একটা-দুইটা সিরিজ এমন যেতেই পারে।”

সিরিয়াস ভাবের মধ্যেও লিটনের কণ্ঠে ছিল স্বাভাবিক শান্তভাব। এখন শুধু অপেক্ষা—বিসিবি কাকে দায়িত্ব দেয় টেস্ট দলের নতুন নেতা হিসেবে।

জনপ্রিয়