মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ১৫ ডিসেম্বর ২০২৫

এনসিপি নেতা হান্নান মাসউদ আহত

এনসিপি নেতা হান্নান মাসউদ আহত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ জনসংযোগকালে দুর্ঘটনায় আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তার বাঁ পায়ে আঘাত লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, আঘাতের পরও তিনি কিছুক্ষণ প্রচারণা চালান।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে এক্স-রে করা হয়। এতে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি, তবে পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শে তিনি দু-একদিন বিশ্রামে থাকবেন।

আব্দুল হান্নান মাসউদ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা উল্লেখ করে বলেন, এটি কোনো নাশকতা নয়। তিনি আশঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে আবার প্রচারে ফিরবেন বলে জানান।

জনপ্রিয়