মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ১৫ ডিসেম্বর ২০২৫

প্রান্তিক ও মাঝারি কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনা হবে : তারেক

প্রান্তিক ও মাঝারি কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনা হবে : তারেক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রান্তিক ও মাঝারি কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি স্বাস্থ্যখাতে আরও এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষিত করা হবে।

রোববার (১৪ ডিসেম্বর) ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক আলোচনায় পেশাজীবী ও বিশিষ্টজনদের সামনে বিএনপির ভবিষ্যৎ ভাবনা তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, আগামীর পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্বাচনে বিএনপিকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে। তিনি বলেন, “জনগণের দুর্বল রায় নিয়ে সরকার গঠন হলে অনেক গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। আমরা দেশ গড়ার যে পরিকল্পনা করেছি, তা বাস্তবায়নের জন্য অবশ্যই জনগণের দৃঢ় সমর্থন প্রয়োজন। সে জন্য আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে আমাদের শপথ হোক—আমরা যেন আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজটি আগামী সরকারের মাধ্যমে শুরু করতে পারি। এই কাজের কোনো শেষ নেই। তবে আমরা চাই, শুরুটা হোক সঠিক ও সুন্দরভাবে।”

জনপ্রিয়