‘ভুয়া ফটোকার্ড’ দেখে মন্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে জামায়াত-শিবিরের লোক বলে দাবি করে একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয়। সেই তথ্যের ভিত্তিতে বক্তব্য দিয়ে সমালোচনায় পড়েন রুহুল কবির রিজভী।
পরে বিষয়টি এআই-জেনারেটেড ও ভিত্তিহীন প্রমাণিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর এই নেতা শনিবার রাতে বিবৃতিতে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, যাচাই না করেই বক্তব্য দেওয়ায় এই অনিচ্ছাকৃত ভুল হয়েছে।



























