তাজনূভা জাবীন
ফ্যাসিস্ট ব্যবস্থার অধীনে নির্বাচনে গেলে জনগণ মাইনাস করবে

‘ফ্যাসিস্ট ব্যবস্থার অধীনে যদি আপনি নির্বাচনে না যান তাহলে জনগণ আপনাকে মাইনাস করবে না; গেলে আপনাকে জনগণ মাইনাস করবে। এটা আসলে জনগণ সিদ্ধান্ত নেবে।’ সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে এমনটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন।
তিনি বলেন, ‘মাইনাস আসলে কে করবে? মাইনাস করে জনগণ।আওয়ামী লীগকে কারা মাইনাস করেছে? জনগণ
আওয়ামী লীগকে কারা মাইনাস করেছে? জনগণ করেছে।’
তাজনূভা জাবীন বলেন, ‘আপনি যদি নির্বাচনে না যান মানে বিদ্যমান সংবিধানের অধীনে সব ফ্যাসিস্ট ব্যবস্থার অধীনে আপনি নির্বাচনে না যান তাহলে জনগণ আপনাকে মাইনাস করবে না; গেলে আপনাকে জনগণ মাইনাস করবে।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপের জন্য কিন্তু আমাদের একদফার ঘোষণা এবং তেশরা আগস্টে। কিন্তু এটাই ছিল ফ্যাসিস্টের পতন এবং ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ।
তাহলে এই গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান আসবে। ওই বিদ্যমান সংবিধান থেকেই তো ফ্যাসিস্ট কাঠামো তৈরি হয়। তাহলে আমরা কিন্তু এটাই চেয়েছিলাম। এটার আরেকটা নাম এখন আমরা একদম স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে চাচ্ছি।
কে মাইনাস হবে এটা জনগণ ঠিক করবে। গণ-অভ্যুত্থান কিন্তু কাঠামো পরিবর্তনের জন্য হয়েছে। আমরা বারবার বলছি; আপনারা জুলাই সনদের বাস্তবায়নটা বা এই গণতান্ত্রিক কাঠামোটাতে একমত হন। নির্বাচন যখন হবে আমরা প্রত্যেকটা দল কিন্তু সেখানে অংশ নিব।’
সপ/আম