বেকারের সংখ্যা ভয়ংকররূপ ধারণ করেনি : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেকারের সংখ্যা ভয়ংকররূপ ধারণ করেনি। তবে কর্মসংস্থান এখনো বড় চ্যালেঞ্জ। কারণ কর্মসংস্থান মূলত বেসরকারি খাতনির্ভর, আর ব্যবসা-বাণিজ্য মন্থর হলে তার প্রভাব কর্মসংস্থানে পড়ে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন, এলএনজি আমদানির অনুমোদন এবং এমওপি ও ইউরিয়া সার আমদানির অনুমোদন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল ঢাকায় অবস্থানকালে আমদানি শুল্ক বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। তবে আমেরিকা থেকে পণ্য আমদানিতে কিছুটা খরচ বাড়লেও মান ভালো হবে। ভোক্তাদের ওপর এ খরচের প্রভাব পড়বে না বলেও জানান তিনি।