মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫

পোশাক নিয়ে কাউকে হেয় করা চলবে না : সাদিক কায়েম

পোশাক নিয়ে কাউকে হেয় করা চলবে না : সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম। ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে তিনি এবার সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে কাউকে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা একেবারেই চলবে না। হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে।”

নারী শিক্ষার্থীদের কাছ থেকে বেশি ভোট পাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে প্রপাগান্ডা চালানো হয়েছিল, তা ভেঙে গেছে। জুলাই বিপ্লবের পর থেকে আমরা কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছি, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আমরা থামব না—এটাই আমাদের স্লোগান।”

তিনি জানান, ডাকসুর নির্বাচনী ইশতেহারে নারীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সমস্যার সমাধানে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই সেসব বাস্তবায়ন শুরু হবে।

নারী শিক্ষার্থীরা নেতৃত্বের জায়গায় আস্থা রেখেছেন বলেও উল্লেখ করেন সাদিক কায়েম। তার ভাষায়, “নারীরা যেমন নেতৃত্ব চান, তেমন নেতৃত্ব ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মধ্যেই খুঁজে পেয়েছেন।”

অভিযোগ তুলে তিনি আরও বলেন, নারীর অধিকার, সুরক্ষা ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি অতীতেও দেওয়া হয়েছিল, কিন্তু গণমাধ্যমে তা প্রকাশের সুযোগ মেলেনি।

শিবিরের বিজয়ে স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সাদিক কায়েম বলেন,“ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান। এখানে স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগ নেই। 

সম্পর্কিত বিষয়: