১৬ বছর বয়সে মা হয়েছি : শ্রাবন্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বরাবরই আলোচনায় থাকেন তার অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন ছবি “দেবী চৌধুরানী”। প্রায় এক দশক পর পূজার মৌসুমে মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর কোনো সিনেমা।
২০১৫ সালে পূজায় মুক্তি পাওয়া “শুধু তোমারই জন্য”-এর পর এই প্রথম তিনি আবার দর্শকদের জন্য হাজির হচ্ছেন উৎসবের আবহে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শ্রাবন্তী খোলামেলা ভাবে শেয়ার করেছেন সিনেমা, ব্যক্তিগত জীবন ও তার অভিজ্ঞতার নানা দিক।
নতুন ছবির প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয়, কমবেশি সবার ভেতরেই একেকজন দেবী চৌধুরানী লুকিয়ে থাকে। পরিস্থিতি আমাদের লড়াই করতে শেখায়, জন্মের সঙ্গে সঙ্গে নয়। আশা করি এই সিনেমা দর্শকের ভালো লাগবে।”
শ্রাবন্তীর ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা হয় প্রায়ই। ছোট বয়সে মা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এখন আর এসব কথায় কিছু মনে করি না। আসলে ছোট বয়সে মা হওয়ার সুবিধাও আছে। যেমন, ঝিনুক হওয়ার পাঁচ বছর পর আমি কাজে ফিরেছি, তখন আমার বয়স মাত্র ২১। তবে এটাও সত্যি যে, ১৬ বছর বয়স মা হওয়ার জন্য অনেকটাই কম, ওটা সত্যিই বাড়াবাড়ি।”
তিনি আরও যোগ করেন, “এখন কাজ নিয়ে ছেলের সঙ্গে আমার আলোচনা হয়। দেবী চৌধুরানীর স্ক্রিপ্ট প্রথমে তাকেই শুনিয়েছিলাম। বাংলা সিনেমা কীভাবে তৈরি হয়, সেটা দেখে ও বেশ অবাক হয়েছিল। আসলে আমাদের সম্পর্কটা মা-ছেলের থেকেও বেশি বন্ধুপ্রতিম। বয়সের পার্থক্য তো মাত্র ১৬ বছর।”
শ্রাবন্তীর ব্যক্তিজীবনের শুরু হয় টালিউড অভিনেতা রাজীব বিশ্বাসের সঙ্গে প্রেম থেকে। ২০০৩ সালে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র ঝিনুক। তবে সম্পর্কের টানাপড়েন বাড়তে থাকায় ২০১৬ সালে তাদের আইনি বিচ্ছেদ ঘটে।
এর মধ্যেই ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজীব ও শ্রাবন্তী একসঙ্গে কাজ করেছেন একাধিক ব্যবসাসফল ছবিতে—যার মধ্যে রয়েছে ‘দুজনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’ প্রভৃতি।