ফাহাম-আবিদ-নয়নসহ অনেক নেতা ও অ্যাক্টিভিস্টের ফেসবুক আইডিতে সাইবার হামলা
 
					জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলসহ কয়েকজন অ্যাক্টিভিস্টের ফেসবুক আইডিতে সাইবার হামলার ঘটনা ঘটেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম, ঢাকা মহানগর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম, তানভীর আল হাদী মায়েদ, চেমন ফারিয়া ইসলাম মেঘলা এবং আবু জার গিফারী ইফাত।
শুক্রবার (৩১ অক্টোবর) দিনের বেলায় তাদের ফেসবুক আইডি হঠাৎ করে উধাও হয়ে যায়।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত আরও কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্টেও একই ধরনের সাইবার হামলার অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে কেউ কেউ কিছু সময় পর নিজেদের আইডি পুনরায় সক্রিয় করতে সক্ষম হয়েছেন।
এদিকে, ‘রেড জুলাই–সাইবার ফোর্স’ নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে, তারাই এসব আইডিতে সাইবার হামলা চালিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেছে। পাশাপাশি তারা আরও অনেকের আইডিতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে।
 
				 (4).png) 
				


























