জমির বায়না চুক্তির নামে দপ্তরি জাকির হোসেনের প্রতারণা!
 
					
							ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নে জমি বায়না চুক্তির নামে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন আমিনাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার দপ্তরি জাকির হোসেন (ইনডেক্স নং: বি৩৬০৮৯৩)।
ভুক্তভোগী মো. মিজানুর রহমানের অভিযোগ, জাকির হোসেন ওয়ারিশসূত্রে চরফ্যাশন পৌরসভার ১নং ওয়ার্ডের ১৯ খতিয়ানভুক্ত ১.৮১ শতাংশ জমির মালিক। তিনি ওই জমি বিক্রির জন্য মিজানুর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকা বায়না নিয়ে স্ট্যাম্পে স্বাক্ষরও করেন।
কিন্তু পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে জমিটি অন্যত্র বিক্রি করে দেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই জমি আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা মো. শাহজাহান গং ক্রয় করেছেন।
স্থানীয়রা জানান, জাকির হোসেন বর্তমানে আওয়ামী লীগকে পুনর্বাসনে তৎপর ভূমিকা পালন করছে। একসময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করছেন। সেসময় নিজের ছোট ভাই আনোয়ার হোসেনকে হাত ভেঙে এলাকায় তাড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আরেক ভাই মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে ‘বিএনপির রাজনীতি’ করার অভিযোগ তুলে তাকেও বাড়ি থেকে উচ্ছেদ করেছেন বলে জানা গেছে।
এসকল বিষয়ে জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে বিষয়গুলোকে মিথ্যা বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি সংবাদ পরিক্রমাকে বলেন, “এমন কোনো অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আগামী পর্বে- পল্টিবাজ জাকির হোসেনের দল বদলের গল্প!
 
				 (4).png) 
				


























