শনিবার ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫, ৩১ অক্টোবর ২০২৫

২১ দফা দাবিতে সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আগামীকাল

২১ দফা দাবিতে সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আগামীকাল
ছবি: সংগৃহীত

সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যা মামলার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শুক্রবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। যৌথভাবে আয়োজিত এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকরা অংশ নেবেন।

বিএফইউজে ও ডিইউজে নেতারা সকল সাংবাদিককে এ বিক্ষোভ কর্মসূচি সফলভাবে পালনের আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়