সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ২৭ আগস্ট ২০২৫

নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের

নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের
সংগৃহীত

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ দল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ বিকেলে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে লাল-সবুজরা। এ ম্যাচে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেন এবং থৈনু মারমা একটি গোল যোগ করেন।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এ টুর্নামেন্টে এর আগে ২৪ আগস্ট নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজ আবার মুখোমুখি হয়ে আরও বড় ব্যবধানে জয়ের হাসি হাসল মেয়েরা।

প্রথম গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। থৈনু মারমা একক প্রচেষ্টায় নেপালের বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন। এর সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। তবে ইনজুরি সময়ে কর্নার থেকে বাংলাদেশি ডিফেন্ডারদের ভুলে একটি গোল শোধ করে নেপাল।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতায় ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়। বরং ৭৬ মিনিটে কর্নার থেকে ফাঁকা জায়গায় বল পেয়ে সহজেই জালে পাঠান প্রীতি। নয় মিনিট পর তিনি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ ২০ মিনিট বৃষ্টির মধ্যে খেলা হলেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি। শেষদিকে গোলরক্ষক ইয়ারজানের পরিবর্তে মেঘলাকে নামান কোচ, তবে গোলের ব্যবধান একই থাকে।

চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। শিরোপা ধরে রাখতে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারানো ছাড়া কোনো বিকল্প নেই। কারণ প্রথম পর্বে ভারতের কাছে হারায় এখন কিছুটা ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ।

সম্পর্কিত বিষয়: