সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮, ৩১ আগস্ট ২০২৫

তিন গোল বাতিলের পরও দারুণ জয় রিয়ালের

তিন গোল বাতিলের পরও দারুণ জয় রিয়ালের
সংগৃহীত

লা লিগার নতুন মৌসুম দুর্দান্তভাবেই শুরু করল রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে যায় অতিথিরা। ১৮ মিনিটে পাবলো তোরের কর্নার থেকে ভেদাত মুরিকির পিঠে লেগে বল ঢুকে যায় রিয়ালের জালে। এতে ১-০ গোলে এগিয়ে যায় মায়োর্কা। তবে সেই লিড বেশিক্ষণ টেকেনি।

৩৭ মিনিটে কর্নার থেকে ডিন হুইসেনের হেড ডিফ্লেক্ট হয়ে আর্দা গুলারের সামনে পড়লে গোল করতে ভুল করেননি তিনি। কয়েক সেকেন্ড পরেই ফেডেরিকো ভালভার্দের দখল থেকে শুরু হওয়া আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত ফিনিশে জালে বল পাঠান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল, যা শেষ পর্যন্তই নির্ধারক হয়ে দাঁড়ায়।

ম্যাচে আরও গোলের সুযোগ এসেছিল রিয়ালের সামনে। তবে তিনবার বল জালে পাঠিয়েও তা বাতিল হয়ে যায়—এর মধ্যে দুবার কিলিয়ান এমবাপ্পে অফসাইডের কারণে বঞ্চিত হন, আরেকবার ভিএআর রিভিউতে গুলারের গোল বাতিল হয় হাতে বল লাগার কারণে।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে না পারলেও রিয়াল দৃঢ় রক্ষণে মায়োর্কাকে সমতায় ফিরতে দেয়নি। ৬২ মিনিটে গোললাইন থেকে আলভারো কারেরাসের অসাধারণ ক্লিয়ারেন্সে বেঁচে যায় স্বাগতিকরা।

এ জয়ের ফলে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়ারিয়াল।

সম্পর্কিত বিষয়: