রাজধানীর দোলাইরপাড়ে বাসে আগুন
রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ধোলাইপাড় এলাকায় বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, “আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।



























