এনসিএলে আট দলের অধিনায়কত্ব পেলেন যারা

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ। এশিয়া কাপ চলাকালীন আট দল নিয়ে তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর।
এশিয়া কাপের দলে থাকা অনেক তারকাকে এনসিএলে পাওয়া যাবে না। তবে জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট হতে পারে বড় সুযোগ। বিশেষ করে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার শেষ পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে এবারের আসরকে।
সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ দলে জায়গা না পেলেও রাজশাহীর নেতৃত্বে থাকছেন তিনি। সদ্য কোয়াব সভাপতি নির্বাচিত হওয়া মোহাম্মদ মিঠুন অধিনায়কত্ব করবেন খুলনার।
ঢাকা বিভাগের নেতৃত্বে থাকবেন মাহিদুল ইসলাম অঙ্কন, আর ঢাকা মেট্রোকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ নাঈম শেখ। গতবারও ঢাকা মেট্রোর অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।
রংপুর বিভাগের অধিনায়ক হিসেবে থাকছেন বিশ্বকাপজয়ী আকবর আলী, যিনি গত আসরেই দলকে শিরোপা এনে দিয়েছিলেন। চট্টগ্রামের নেতৃত্বে থাকবেন ইয়াসির আলী রাব্বি।
এবারের আসরে ভেন্যু নির্ধারিত হয়েছে রাজশাহী, বগুড়া ও সিলেট। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে—রাজশাহীতে স্বাগতিকদের প্রতিপক্ষ ঢাকা মেট্রো এবং বগুড়ায় সিলেটের মুখোমুখি হবে রংপুর। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী ও বগুড়ায় হবে ১২টি ম্যাচ।
২১ সেপ্টেম্বর থেকে আসর গড়াবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। ৩ অক্টোবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের এনসিএল টি-টোয়েন্টির।