বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

দিনাজপু‌রের বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুড নেইবারস বাংলা‌দেশ বীরগঞ্জ সি‌ডি‌পির আয়োজনে ও মহানপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলা‌দেশ বীরগঞ্জ সি‌ডি‌পির সি‌ডি‌সি চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান, মহানপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, শিশু পরিষদের সভাপতি পলি কর্মকার, সদস্য প্রফুল্ল কর্মকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিশুরা যেহেতু বয়সে ছোট, এ কারণে তাদের দাবি আদায়ের ক্ষমতা কম। তাদের সংগঠিত হওয়ার সুযোগ কম। অন্ন, বস্ত্র সবকিছু পরিমাণে তাদের কম লাগে বলে তাদের অধিকারগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। শিশুদের ভোটাধিকার না থাকায় তারা মানুষদের ওপর নির্ভর করে। যারা তাদের অধিকারকে সম্মান করা, সংরক্ষণ করা ও পূরণ করতে অঙ্গীকারবদ্ধ। এই মানুষগুলো তাদের মতো করে ভাবতে পারছে কিনা— সেটা নিশ্চিত করা গেলে শিশু অধিকার নিশ্চিত হবে।

সম্পর্কিত বিষয়: