সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ-নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে খবর প্রকাশের জেরে অপহরণ, মারধর ও হেনস্তার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর আয়োজনে সংগঠনের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মো. মোফাচ্ছিলুল মাজেদের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি জি. এম. মইনউদ্দীন হিরু, সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক আতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য ওয়াহেদুর রহমান, পিসি দাস, মোঃ সাফায়েত হোসেন সজিব, বেলাল হোসেন রাজু, আরিফুর রহমান, মিজানুর রহমান ডোফুরা, মামুনুর রশিদ, ফরিদ আলী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সিনিয়র সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের ঘটনা সাংবাদিক সমাজকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রতিবাদ সভায় দিনাজপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।



























