মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ২৭ অক্টোবর ২০২৫

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন আলবেনিয়ার মন্ত্রী

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন আলবেনিয়ার মন্ত্রী
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিয়েই এক মাস আগে চমকে দিয়েছিল আলবেনিয়া। এবার আরও একবার আলোচনায় দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। তিনি জানিয়েছেন—সেই এআই মন্ত্রী ‘ডিয়েলা’ নাকি এখন গর্ভবতী! শুধু তাই নয়, তার গর্ভে রয়েছে ৮৩টি সন্তান।

রোববার বার্লিনে অনুষ্ঠিত ‘গ্লোবাল ডায়ালগ’ সম্মেলনে এডি রামা মজার ভঙ্গিতে বলেন, “ডিয়েলাকে নিয়োগ দিয়ে আমরা বড় ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু ফলাফল অসাধারণ। এখন সে ৮৩ জন সন্তান পেটে নিয়ে গর্ভবতী!”

শুনে অনেকেই অবাক হয়েছেন—একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী আবার কীভাবে গর্ভবতী হলো? সন্তান জন্ম দেবে কীভাবে?

আসলে বিষয়টি ভিন্ন। এডি রামা রূপক অর্থে কথা বলেছেন। তার ‘৮৩ সন্তান’ বলতে তিনি বোঝাতে চেয়েছেন নতুন ৮৩টি এআই সহকারী—যারা আলবেনিয়ার সংসদ সদস্যদের কাজে সহায়তা করবে। বর্তমানে দেশটির সোশ্যালিস্ট পার্টির সাংসদ সংখ্যা ৮৩, এবং প্রত্যেকের জন্যই একজন করে এআই সহকারী তৈরি করা হবে—ডিয়েলা’র জ্ঞান ও ডেটা থেকে অনুপ্রাণিত হয়ে।

রামা জানান, সংসদের কার্যক্রমে এই এআই সহকারীরা বিপ্লব ঘটাবে। তারা সংসদে যা কিছু ঘটবে সব রেকর্ড করবে। কোনো সাংসদ কোনো আলোচনা বা তথ্য মিস করলে, তার ব্যক্তিগত এআই সহকারী সেটি জানিয়ে দেবে।

তার ভাষায়, “এই শিশুদের মধ্যে তাদের মায়ের জ্ঞান থাকবে। ডিয়েলা যা জানে, তার সবই জানবে এই সন্তানরা।”

মজার ছলে আরও যোগ করেন, “ধরুন, আপনি কফি খেতে বেরিয়ে গেলেন এবং সংসদে কী আলোচনা হলো তা জানেন না—তাহলে আপনার এআই সন্তানই বলে দেবে কী হয়েছে, এমনকি কাকে পাল্টা আক্রমণ করা উচিত তাও জানিয়ে দেবে।”

এডি রামা আশা করছেন, ২০২৬ সালের শেষ নাগাদ এই পূর্ণাঙ্গ এআই সিস্টেমটি চালু হবে, যা আলবেনিয়ার প্রশাসন ও সংসদীয় কাজকে আরও দক্ষ, দ্রুত ও আধুনিক করে তুলবে।

সর্বশেষ

জনপ্রিয়