শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ
 
					শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ। ১৮৭৩ সালের এই দিনে বরিশালে তাঁর জন্ম। সবার কাছে তাঁর পরিচিতি ছিল হক সাহেব নামে। এ কে ফজলুল হক ছেলেবেলা থেকেই ছিলেন প্রখর মেধাবী।
ইংরেজি, গণিত, আইনসহ নানান বিষয়ে নেন শিক্ষা। তিনি কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালনেও সুনাম অর্জন করেন। এই মহান নেতার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনাসভা, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি হাতে নিয়েছে।
শেরেবাংলা ফাউন্ডেশন বরিশালের চাখারে বিস্তারিত কর্মসূচি পালন করবে। ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান রাজনীতিবিদ।
 
				 (4).png) 
				


























