ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা
দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বড় পর্দা আর ওয়েব সিরিজে সমান দক্ষতায় কাজ করলেও ছোট পর্দার দর্শকেরা বেশ কিছুদিন ধরেই মিস করছিলেন ‘জল নুপুর’-খ্যাত এই অভিনেত্রীকে। অবশেষে শেষ হচ্ছে সেই অপেক্ষা—তবে কোনো ধারাবাহিকে নয়, বরং এক বিশেষ রিয়্যালিটি শোয়ের মঞ্চে দেখা যাবে তাকে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, অপরাজিতা এবার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন সান বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে। বর্তমানে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন সম্প্রচারিত হচ্ছে।
এই সিজনের অন্যতম বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন অপরাজিতা আঢ্য। মেয়েদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নির্মিত এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। অক্টোবর মাসের মাসিক ফাইনাল পর্বে বিশেষ অতিথি হয়ে দর্শকদের চমকে দেবেন অপরাজিতা।
তবে তিনি শুধু অতিথি হিসেবেই নন—অপরাজিতা নিজেও দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনা করে আসছেন। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর সঞ্চালনায় রয়েছেন। তাই অন্য একটি শোতে অতিথি হয়ে আসাটাও তার কাছে এক বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে।
উল্লেখ্য, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মূল লক্ষ্য নারীদের স্বনির্ভর করে তোলা। এই শোয়ে অংশ নেওয়া সেলিব্রিটিরা তাদের জিতে নেওয়া অর্থ অনুষ্ঠানেই ফিরিয়ে দেন, যা পরবর্তীতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের সহযোগিতায় ব্যয় করা হয়।



























