যৌন নির্যাতনের অভিযোগ
বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে-জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে (৬৮) গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুক্তিযোদ্ধা আব্দুল করিম একই এলাকার এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা করলে মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে। পরে ক্ষুব্ধ জনতা তাকে গাছে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়।
ওসি ফেরদৌস আলম বলেন, জুতার মালা পরানোর বিষয়টি আমি নিশ্চিত নই। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের করেছেন।



























