জকসু নির্বাচন ২২ ডিসেম্বর: নির্বাচনের তফসিল ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২০২৫ আগামী ২২ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। একই দিন বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হবে।
আজ ৫ নভেম্বর ২০২৫ (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী—
- ৫ নভেম্বর: আচরণ বিধিমালা প্রকাশ
- ৫ নভেম্বর: নির্বাচনী তফসিল ঘোষণা
- ৬ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
- ৯ থেকে ১১ নভেম্বর: ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি
- ১২ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ১৩, ১৬ ও ১৭ নভেম্বর: মনোনয়নপত্র বিতরণ
- ১৭ থেকে ১৮ নভেম্বর: মনোনয়নপত্র দাখিল
- ১৯ থেকে ২০ নভেম্বর: মনোনয়নপত্র বাছাই
- ২৩ নভেম্বর: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ
- ২৪ থেকে ২৬ নভেম্বর: প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি
- ২৭ ও ৩০ নভেম্বর: প্রার্থীদের ডোপ টেস্ট
- ৩ ডিসেম্বর: প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ
- ৪, ৭ ও ৮ ডিসেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার
- ৯ ডিসেম্বর: প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ
- ৯ থেকে ১৯ ডিসেম্বর: নির্বাচনী প্রচারণা
- ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা: ভোটগ্রহণ
- ২২ ডিসেম্বর: ভোটগণনা
- ২২ থেকে ২৩ ডিসেম্বর: ফলাফল ঘোষণা
জকসু নির্বাচন ২০২৫ সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে (https://jnucsu.jnu.ac.bd) পাওয়া যাবে।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারবৃন্দ আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টবৃন্দ ও পিআরআইপি পরিচালক উপস্থিত ছিলেন।



























