শেখ হাসিনার রায় নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিক্রিয়া
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে “অগ্রহণযোগ্য ও প্রহসনমূলক” আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আল মামুন এক লিখিত বিবৃতির মাধ্যমে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে সংগঠনটি দাবি করে, রায়টি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” এবং “আইনি ভিত্তিহীন”। বিচারক নিয়োগ ও আদালতের কার্যপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে তারা। সংগঠনের ভাষ্য অনুযায়ী, এ প্রক্রিয়াকে “ন্যায়বিচারবিরোধী” হিসেবেও বর্ণনা করা হয়েছে।
মুক্তিযুদ্ধ মঞ্চের দাবি, এই রায় জনমনে গ্রহণযোগ্য হয়নি এবং এটি দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। তারা জানায়, দেশের সাধারণ মানুষের পাশাপাশি সংগঠনটিও রায়টি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতিতে বলা হয়, তিনি “আরো শক্তি নিয়ে দেশে ফিরে আসবেন” এবং তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনকে “ঐতিহাসিক ঘটনা” হিসেবে দেখা হবে বলে সংগঠনের আশা।
বর্তমান সরকার ও ট্রাইব্যুনালের বিরুদ্ধে বিবৃতিতে বেশ কিছু অভিযোগ তোলা হলেও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুক্তিযুদ্ধ মঞ্চ নাগরিকদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে মতপ্রকাশের আহ্বান জানিয়েছে।



























