বুধবার ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রাহায়ণ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ১৯ নভেম্বর ২০২৫

নিজের শততম টেস্টে মুশফিকের অর্ধশত

নিজের শততম টেস্টে মুশফিকের অর্ধশত
ছবি: সংগৃহীত

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ফেললেও মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম ও মুমিনুল হকের দৃঢ়তায় এই সেশনে টাইগাররা কোনো উইকেটই হারায়নি। মুমিনুলের পর অর্ধশতক করেছেন মুশফিক।  

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক ভালো শুরুর ইঙ্গিতই দিচ্ছিলেন। তবে দলীয় ৫২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ৪৪ বলে ৩৫ রান করে বিদায় নেন সাদমান, ক্রিজে নামেন মুমিনুল। তাকে ক্রিজে রেখে দলীয় ৮৩ রানে বিদায় নেন ৮৬ বলে ৩৪ রান করা জয়। থিতু হতে পারেননি শান্তও। অধিনায়ক ১১ বলে ৮ রান করে ম্যাকব্রাইনের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন দলীয় রান তিন অঙ্কে পৌঁছানোর আগে।

তবে মুশফিক ও মুমিনুল প্রথম সেশনে শতরানের খোঁজ এনে দেন দলকে। প্রথম সেশনের ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ঠিক ১০০ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। দ্বিতীয় সেশনে এই দুজন চেপে বসেন সফরকারী বোলারদের ঘাড়ে। আপ্রাণ চেষ্টা করেও তাদের সাজঘরে ফেরাতে পারেনি আইরিশরা। 

চা বিরতির আগে ৬২ ওভার খেলা হয়েছে, তাতে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান দাঁড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। চা বিরতির পর ব্যট করতে নেমে ফিফটির দেখা পান মুশফিক।  ১২৫ বলে ৬৪* রান করে  এখনো অপরাজিত আছেন তিনি। তবে  বিদায় নেন  মুমিনুল।

জনপ্রিয়