শনিবার ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫, ১৯ ডিসেম্বর ২০২৫

ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে একদল বিক্ষুব্ধ মানুষ ভবনটিতে হামলা চালায়।

ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার মিঠুন সিংহ জানান, বিক্ষুব্ধ জনতা ছায়ানট ভবনে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন তিনি। পাশ দিয়ে চলন্ত একটি মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

জনপ্রিয়