শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ১৯ ডিসেম্বর ২০২৫

মিছিল-স্লোগানে উত্তাল শাহবাগ

মিছিল-স্লোগানে উত্তাল শাহবাগ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও সংশ্লিষ্টদের দ্রুত বিচারের দাবিতে জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শাহবাগ ও বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র-জনতারা একে একে শাহবাগ এলাকায় পৌঁছান এবং সেখানে অবস্থান নেন।

এদিকে, ওসমান হাদির হত্যার প্রতিবাদে গাজীপুর চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এছাড়াও রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, বেলা ১১টার দিকে ওসমান হাদির গায়েবানা জানাজা পড়া হয়। জানাজা শেষে বিক্ষোভকারীদের একাংশ প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে থাকলেও, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় পুলিশি ব্যারিকেডে বাধা পেয়ে তারা বাংলামোটর মোড় ঘুরে আবার শাহবাগে অবস্থান নেন।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পূর্বনির্ধারিত শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়ে বলেছেন, জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

জনপ্রিয়