শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ১৯ ডিসেম্বর ২০২৫

বিপ্লবীদের মৃত্যু নেই, তাদের আদর্শ অম্লান থাকে: হাদীর মৃত্যুতে শোক বার্তায় উপাচার্য

বিপ্লবীদের মৃত্যু নেই, তাদের আদর্শ অম্লান থাকে: হাদীর মৃত্যুতে শোক বার্তায় উপাচার্য
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোক বার্তায় উপাচার্য বলেন, আততায়ীর গুলিতে ওসমান হাদির প্রাণ বিসর্জন দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আধিপত্যবাদ ও আগ্রাসন শক্তির বিরুদ্ধে তাঁর রাজনৈতিক দর্শন দেশবাসীকে গভীরভাবে আন্দোলিত করেছিল।

উপাচার্য আরও বলেন, “ওসমান হাদি একটি স্বপ্নের নাম। স্বপ্নের মৃত্যু নেই, বিপ্লবীদের মৃত্যু নেই। কারণ বিপ্লবীরা স্বপ্নদ্রষ্টা। তাঁরা স্বদেশবাসী ও বিশ্বমানবতার উজ্জ্বল জীবনের স্বপ্ন বাস্তবায়নে জীবন উৎসর্গ করেন।” 

তিনি বলেন, ওসমান হাদির প্রস্থান কেবল শারীরিক, তাঁর কর্ম, স্বদেশচিন্তা ও মূল্যবোধ চিরকাল অম্লান থাকবে।

শোক বার্তায় উপাচার্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকার আহ্বান জানান।

এছাড়া, ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামীকাল শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের মসজিদসমূহে শহিদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। 

অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

উপাচার্য শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

জনপ্রিয়