চা খাওয়াই কাল হলো পুলিশের!
 
					পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে ওয়ারেন্টভুক্ত আসামি। এ ঘটনা ঘটেছে নওগাঁ জেলার পোরশার উপজেলায়। আসামির নাম আলম হোসেন (৩০)। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের দিকে ঘটনাটি ঘটে।
পলাতক আসামি পোরশা উপজেলার নিতপুর জেলেপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
জানা যায়, সোমবার তাকে তার বাড়ি থেকে আটক করে পোরশা থানা পুলিশ।
আলম হোসেনকে নিয়ে আদালতে প্রেরণ করার জন্য যাত্রীবাহী বাসে করে নওগাঁ উদ্দেশ্যে দুই পুলিশ সদস্য রওনা হয়। দুপুর দেড় টার দিকে মহাদেবপুর সদরের যাত্রাবিরতিতে ওই দুই পুলিশ সদস্য আসামিকে বাসের সিটে রেখে চা খেতে নেমে পড়েন। আর এ সুযোগেই নেমে যায় আসামি।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান আসামিকে আটক করার চেষ্টা চলছে। খুব দ্রুতই তাকে আটক করা হবে।
 
				 (4).png) 
				


























