মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ১৯ মে ২০২৫

আলাদীন পার্ক: ধামরাইয়ে ভাসমান পতিতালয়ের নতুন নাম!

আলাদীন পার্ক: ধামরাইয়ে ভাসমান পতিতালয়ের নতুন নাম!
আলাদীন পার্ক

ঢাকা জেলার ধামরাই উপজেলার আলোচিত ‘আলাদীন পার্ক’ এখন আর শুধু বিনোদনকেন্দ্র নয়—এটি পরিণত হয়েছে এক ভয়ংকর সামাজিক বিপর্যয়ের কেন্দ্রে। স্থানীয়দের ভাষায়, এটি একটি “ভাসমান পতিতালয়”, যেখানে যুবসমাজ ধ্বংসের মুখে।

 

পার্কে গেলেই চোখে পড়ে ভাসমান যৌনকর্মীদের ঘোরাফেরা, যারা প্রকাশ্যে দর্শনার্থীদের কটুক্তি করে। পরিবার নিয়ে পার্কে যাওয়া মানেই অস্বস্তি ও অপমান। আর গভীর রাত হলেই শুরু হয় মাদক সেবনের উৎসব—গাঁজা, ইয়াবা চলে নির্ভয়ে, দিব্যি পুলিশের চোখের সামনে।

 

পার্কটির মালিক আলাউদ্দিন, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, প্রভাবশালী মহলের ছায়াতলে থাকায় বেপরোয়া। জানা গেছে, তিনি বিগত ফ্যাসিবাদী সরকারের বিতর্কিত সংসদ সদস্য বেনজির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

 

তার ছেলে রিফাত, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। জুলাই আন্দোলনে ছাত্র হত্যায় সরাসরি ছাত্রদের হামলার অভিযোগও রয়েছে এই রিফাতের বিরুদ্ধে। তাছাড়া, পার্কের নারী ও মাদক ব্যবসার মূলহোতা এই রিফাত মাহমুদ। কথিত আছে, এই রিফাত বাংলাদেশ থেকে থাইল্যান্ডে নারী পাচারেও সম্পৃক্ত। 

 

আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে অনুসন্ধানে—পূর্ববর্তী সরকারের এক বিতর্কিত পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান এই পার্ককেই বেছে নিতেন ‘বেদে পল্লী’র নারীদের এনে ফুর্তি করার জন্য।

 

পার্ক সংলগ্ন এলাকার বাসিন্দা আরিফুর রহমান জানান, “ছেলেমেয়েদের নিয়ে আমরা আতঙ্কে থাকি। পার্কের বিরুদ্ধে মুখ খুললেই মালিকের লোকজন হামলা-মামলার হুমকি দেয়।”

 

ঢাকা জেলা জামায়াত নেতা হাসান মাহবুব বলেন, “এটি এখন বিনোদন নয়, অনৈতিকতার দুর্গ। আলাদীন পার্কের মালিকের কর্মকাণ্ড জুলাই আন্দোলনের সময়ই দেশবাসী দেখেছে।”

 

অভিযোগের বিষয়ে আলাউদ্দিনের বক্তব্য ছিল অদ্ভুত: “ব্যবসা করতে গেলে সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে হয়।”

 

দ্বিতীয় পর্ব: “আলাদীন পার্কের মালিকপুত্র রিফাত: ধামরাই এর মাদক সম্রাট”

সর্বশেষ