ঠাকুরগাঁও চিরন্তনের নতুন কমিটি, সভাপতি সুজন সম্পাদক জিসান

ঠাকুরগাঁও জেলা হতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও চিরন্তন) এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৮ মে) আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুজন আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিহাদুজ্জামান জিসান নির্বাচিত হয়েছেন।
ঠাকুরগাঁও চিরন্তনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি এস.আর.সুজন (রাবি), সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশ (ঢাবি), মো. লিমন মেজর (ঢাবি), রানা ইসলাম (রাবি) ও মো. কুরবান আলী (জাবি)। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. সিদ্দিকুর রহমান (বেরোবি), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রোহিত শর্মা পংকজ (রাবি), মুজাহিদুল সরকার সাইমন (ঢাবি), মারফত আলী (হাবিপ্রবি) এবং মাহাফুজ আলম মাহিন (রুয়েট) দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদমান সাকিব মাহির, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. নাজিউর রহমান নাইম (হাবিপ্রবি), মো. শাহারুক ইসলাম (জাবিপ্রবি) ও মো. আরমান আলী (বেরোবি)। দপ্তর সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ রাফিন, প্রচার সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আব্দুল মান্নান ভুঁইয়া, সহ-প্রচার সম্পাদক মো. মাহিম মুনতাসির (বেরোবি) এবং অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাফিরুল হাসান মর্মি।
এছাড়াও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে মোছা. মোকসেদা (ঢাবি), আইন সম্পাদক হিসেবে মো. হারুনুর রশীদ (রাবি), শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. সাদমান সাকিব (ডুয়েট), ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার (ঢাবি) এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে ডুয়েটের রুমাকান্ত রায় দায়িত্ব পালন করবেন।