মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চেয়ারম্যানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের বিএনপি নেতা মনির মালের ছেলে সমুদ্র মাল (২৫) এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. ঈশা। তার বাড়ি নাটোর জেলায়।
আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী রফিকুলকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আরেক রিকশাযাত্রী আফজাল (২৬) এবং পথচারী কিশোর সম্রাটকে (১৪) চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, চাঁদপুরে শহর থেকে বাবুরহাটগামী বেপরোয়া গতির মোটরসাইকেলটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী এবং রিকশাচালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান এবং অন্যরা গুরুতর আহত হন।
চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।