বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৪, ১ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ (২০২২-২৩ শিক্ষাবর্ষ) এর ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাকের কাছে একটি স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ মীম ইসলাম, মোঃ শাহরিয়ার সজল, দর্শন বিভাগের শিক্ষার্থী হদয় আহমেদ, ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুমানা ইসলাম রুনি, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুর রহমান

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় এবছর যে ফরম ফিলাপের ফি বৃদ্ধি করেছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। একজন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীর পক্ষে এ ধরনের অতিরিক্ত অর্থ বহন করা অত্যন্ত কষ্টকর। আমরা জোর দাবি জানাচ্ছি— গত বছরের নির্ধারিত ফি বহাল রাখতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে নোটিশ প্রকাশ করতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর গণআন্দোলনে নামতে বাধ্য হবো।”

শিক্ষার্থীরা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীই নিম্ন-মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের সন্তান। হঠাৎ করে ফি বৃদ্ধি তাদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার মান না বাড়িয়ে ফি বৃদ্ধি করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, “শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি ও আবেদন আমি গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আজই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।”