নুরের ওপর হামলার ঘটনায় নোয়াখালীতে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সহ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও স্বৈরাচার জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলার সভাপতি এডভোকেট মারুফ হোসেন, গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক,বিপ্লব চৌধুরী, যুব অধিকার পরিষদ এ-র জেলা সভাপতি,ওসমান গনি রুবেল,যুব অধিকার পরিষদ নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, শ্রমিক অধিকার পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি ছারওয়ার আলম, শ্রমিক অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক নূরনবী টিপু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, ছাত্র অধিকার পরিষদের মাহবুব, আশিক এলাহী ও ইমরান হোসেন সহ গণঅধিকার পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ সকল নেতৃবৃন্দদের ওপর হামলার বিচার দাবি করা হয়।