নোয়াখালীতে কলেজ অধ্যক্ষের ইন্তেকাল

নোয়াখালী সদর উপজেলার বাঁধেরহাট আবদুল মালেক কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবর মো. জাকির হোসেন (৬১) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা শহর মাইজদীর প্রাইম হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
নিহতের ছোট ভাই তানভীর আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরদিন সকালে মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে পরীক্ষা নিরিক্ষা শেষে চিকিৎসক নিশ্চিত করেন তিনি হার্ট অ্যাটাক করেছেন। এর কিছুক্ষণ পর দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সর্ব মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাজুড়ে চলছে শোকের মাতম।
তিনি আরো জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় বাঁধেরহাট নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
কলেজ গর্ভনিং বডির হিতৈষী সদস্য আসাদুজ্জামান গেদু জানান, বাবর মো. জাকির হোসেন চৌধুরী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের গোরাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ চৌধুরীর ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী ও ২ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্প্রতি তিনি বাঁধেরহাট আবদুল মালেক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ ২৮ বছর সেখানে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ড সদর উপজেলার শীর্ষপদে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়রা জানান, বাবর মো. জাকির হোসেন চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। দল-মতের উর্ধ্বে তিনি স্কুল কলেজের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সদর উপজেলার বাঁধেরহাট অঞ্চলে যিনি ছিলেন এক অতন্দ্র প্রহরী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঁধেরহাট আবদুল মালেক কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ। এছাড়াও নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, গোরাপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।