রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া: নিরাপত্তা নাকি মানবিক সংকট?

বাংলাদেশ সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে মূলত নিরাপত্তা ও নিয়ন্ত্রণের স্বার্থে। এর মাধ্যমে ক্যাম্পের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, অপরাধী গোষ্ঠীর আসা-যাওয়া সীমিত করা এবং শরণার্থীদের বাইরে ছড়িয়ে পড়া ঠেকানোই ছিল প্রধান উদ্দেশ্য।
তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই বেড়া রোহিঙ্গাদের চলাফেরার স্বাধীনতা সীমিত করেছে। জরুরি চিকিৎসা বা শিক্ষা সুবিধা নেয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। অনেকেই এটিকে ‘ক্যাম্পকে কারাগারে পরিণত করা’র সমালোচনা করেছেন।
অন্যদিকে স্থানীয়রা মনে করেন, কাঁটাতারের বেড়া না থাকলে নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে যেত। তাই বিষয়টি এখন এক জটিল সমীকরণে দাঁড়িয়েছে—একদিকে নিরাপত্তা, অন্যদিকে মানবিক অধিকার।