বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ৩ সেপ্টেম্বর ২০২৫

বেবিচক-পাকিস্তান সিভিল এভিয়েশন বৈঠক

বেবিচক-পাকিস্তান সিভিল এভিয়েশন বৈঠক
সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শাফি দার।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেবিচক সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। উভয় পক্ষই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ভবিষ্যতে বিমান খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বিমান চলাচল পুনঃস্থাপন হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

এসময় বেবিচকের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) সিইও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: