বিএমইউ তৃতীয় শ্রেণী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) তৃতীয় শ্রেণী কল্যাণ সমিতির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন (লিটন) এবং সদস্য সচিব হয়েছেন মেহেদী হাসান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ও তৃতীয় শ্রেণী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন মাহাবুব উল-আলম, ফারুক আহাম্মেদ, সোহরাব হোসেন, মো. ফকরুল ইসলাম (কালাম) ও নুরুল ইসলাম। কোষাধ্যক্ষ হয়েছেন মো. ইলিয়াছ খাঁন।
সদস্য হিসেবে রয়েছেন— ফয়েজ উল্লাহ (মানিক), মো. কামাল পারভেজ ডালিম, মো. ফয়ছল হোসেন, সোলাইমান মিঠু, সাইফুল আজম হেলালী (টিটু), মজিবুর রহমান তালুকদার, আসাদুজ্জামান মুকুল, সাখাওয়াত হোসেন শিপন, মিজানুর রহমান মুন্সী, মো. শামীম ফয়সাল, গোলাম সারোয়ার সুমন, জাকের হোসেন, আশরাফুল ইসলাম, কনা সুলতানা, সাইফুল ইসলাম, নূরুল ইসলাম, মো. মাসুদুর রহমান, মো. মমিনুল হক, মতিউর রহমান, রফিকুল ইসলাম, আবু দাউদ চৌধুরী, শাহজাহান (বাবুল), মো. আক্তার হোসেন প্রধান ও মো. গোলাম মহিউদ্দিন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নবগঠিত কমিটির সদস্যরা সম্মানিত প্রক্টর ডা. শেখ ফরহাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক বিভাগের দায়িত্বশীল শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।