শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৫

নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি ৩৫০০

নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি ৩৫০০
সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপ-পরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এর আগে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে পুলিশের ওপরও হামলা চালানো হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরে বিক্ষুব্ধরা দরবারের ভেতরে থাকা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে এনে পুড়িয়ে দেয়।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগল। মৃত্যুর পর ভক্তরা দরবারের ভেতরে তাকে কবর দিয়ে কবরের ওপর ১০–১২ ফুট উঁচু একটি স্থাপনা নির্মাণ করেন, যা দেখতে অনেকটা কাবা শরিফের মতো। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের আপত্তি তৈরি হয় এবং টান টান উত্তেজনা চলছিল কয়েকদিন ধরে।

অবশেষে শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন এবং হামলা চালিয়ে কবর ভেঙে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেন।

এদিকে, নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ উত্তোলন ও পুড়িয়ে দেয়ার ঘটনাকে অমানবিক ও জঘন্য অপরাধ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সম্পর্কিত বিষয়: