বাজুসের নতুন সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ২০২৫–২০২৭ মেয়াদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও সংগঠক মো. ইকবাল হোসেন চৌধুরী জুয়েল।
তিনি বাংলাদেশের আবাসন, ব্যাংক, বিমা ও শিপিং খাতে সমানভাবে সক্রিয় একজন অভিজ্ঞ উদ্যোক্তা। বর্তমানে তিনি জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), জেসিএক্স হসপিটালিটি লিমিটেডের পরিচালক, জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের স্বত্বাধিকারী, বেঙ্গল ইসলামি লাইফ ইনস্যুরেন্স ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বাজুস কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বাজুস নির্বাচন পরিচালনা পর্ষদ জানায়, ঘোষিত পদগুলোতে মোট ৩৫ জন প্রার্থী বৈধভাবে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে বাজুসের নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে, যা ২০২৫–২০২৭ মেয়াদে সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করবে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর, এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
মো. ইকবাল হোসেন চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশের আবাসন খাতে সফলভাবে কাজ করে আসছেন। তিনি বাজারে মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে ব্যবসায়ীদের সংকট তুলে ধরতে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তিনি দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সদস্য।
ব্যবসায়িক মহল মনে করছে, তার নেতৃত্ব ও অভিজ্ঞতা বাজুসের কার্যক্রমে নতুন গতি আনবে এবং দেশের স্বর্ণ ব্যবসা খাতকে আরও আধুনিক ও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



























