শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৯, ৩১ অক্টোবর ২০২৫

ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা : এনবিআর

ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা : এনবিআর
ছবি: সংগৃহীত

চলতি (২০২৫-২৬) করবছরে এখন পর্যন্ত ১০ লাখের বেশি ব্যক্তি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ করবছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। করদাতারা [www.etaxnbr.gov.bd](http://www.etaxnbr.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে সহজে রিটার্ন পূরণ করে মুহূর্তেই অনলাইনে দাখিল করতে পারছেন।

এনবিআর জানায়, এ পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন—যা করদাতাদের আগ্রহ ও অংশগ্রহণের ক্ষেত্রে অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটি অর্জন।

জনপ্রিয়