রাজধানীতে সবজির দামে স্বস্তি
 
					রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির কেজিপ্রতি দাম কমেছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরছে ক্রেতাদের মুখে।
শীত ঘনিয়ে আসছে। এরইমধ্যে কাঁচাবাজারে দেখা মিলছে মৌসুমি সবজির প্রাচুর্য। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারে সবজি কিনতে ক্রেতাদের ছিল উপচেপড়া ভিড়।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০–৮০ টাকায়, গাজর ১০০ টাকা, মুলা ৪০–৫০ টাকা, পেপে ৩০–৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০–৮০ টাকা এবং লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দামও নেমে এসেছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে।
সবজি বিক্রেতারা জানান, পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দাম কমেছে। আবহাওয়া অনুকূলে থাকলে দাম আরও কমতে পারে বলেও তারা আশাবাদী।
সবজির দাম কমায় কিছুটা স্বস্তি পেলেও ক্রেতারা বলছেন, অন্যান্য পণ্যের দাম না কমায় পুরো বাজারে স্বস্তি ফিরেনি। একজন ক্রেতা বলেন, “সবজির দাম কিছুটা কমেছে, এটা ভালো খবর। কিন্তু মুরগি আর মাছের দাম আগের মতোই বেশি। এগুলোর দাম কমলে কেনাকাটা আরও স্বস্তিদায়ক হবে।”
অন্যদিকে, মাছ ও মুরগির বাজারে এখনো চওড়া দাম। বিক্রেতারা জানাচ্ছেন, সরবরাহ কম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম কমছে না।
 
				 (4).png) 
				


























