শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫

জবিতে ২১ সেপ্টেম্বর দেবী দূর্গার আগমনী অনুষ্ঠান মহলয়া

জবিতে ২১ সেপ্টেম্বর  দেবী দূর্গার আগমনী অনুষ্ঠান মহলয়া
ছবি: সংগৃহীত

আগামী ২১ সেপ্টেম্বর (রবিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের নিচতলায় শুভ মহালয়া উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকছে একাধিক বিশেষ আয়োজন।

মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দেবীপক্ষের সূচনা। দিনটিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর নানা আয়োজন করে থাকে। শুভ মহালয়া উপলক্ষে বরাবরের মতো এবারও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানটি দুপুর ১ টা ৩০ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হবে এবং সন্ধ্যা ৬ টায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। এদিন চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মহিষাসুরমর্দিনীসহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রবীন্দ্রনাথ মন্ডল ও সাঃ সম্পাদক ড. সুরঞ্জন কুমার দাস অনুষ্ঠানটিত সকলে শারদীয় দূর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

অনুষ্ঠানটি আয়োজন করছেন জবির সনাতনী শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। আয়োজক কমিটি সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সকলের উপস্থিতি কামনা করেছ।

সর্বশেষ