কাঞ্চনের গালির জবাবে স্ত্রীর কঠোর পদক্ষেপ

ট্রল আর বিতর্ক যেন চিরসঙ্গী হয়ে উঠেছে ওপার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের জীবনে। নেটমাধ্যমে প্রায়ই কটূক্তি ও আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়তে হয় তাদের। সর্বশেষ ঘটনায় কাঞ্চনের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করায় ক্ষোভে ফেটে পড়লেন তার স্ত্রী শ্রীময়ী।
সম্প্রতি তাদের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এক নেটিজেন কাঞ্চনের জন্মপরিচয় নিয়ে অশ্লীল ভাষায় কটাক্ষ করেন। বিষয়টি আর সহ্য করতে না পেরে শ্রীময়ী সরাসরি পদক্ষেপ নেন। তিনি ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলের লিঙ্ক প্রকাশ্যে শেয়ার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
নিজের প্রতিক্রিয়ায় শ্রীময়ী লিখেছেন, “সাধারণত আমি এতটা গুরুত্ব দিই না। অনেক সময় মজার ছলে মন্তব্য হয়, সেসব আমরা হাসি-ঠাট্টায় উড়িয়ে দিই। কিন্তু এবার সীমা অতিক্রম করেছে। অশ্লীল শব্দ ব্যবহার করে নিজেকে অন্য স্তরে নামিয়ে এনেছে কেউ, অথচ তার পেশাগত যোগ্যতা কতটুকু, জানা নেই। অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতা ঠিক রাখা জরুরি।”
শ্রীময়ীর এমন অবস্থানে তাদের ভক্তরাও একযোগে সমর্থন জানিয়েছেন।
প্রসঙ্গত, বিয়ের আগে থেকেই এই দম্পতিকে ঘিরে নানা সমালোচনা চলছে। বয়সের পার্থক্যসহ ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নেটিজেনদের একাংশ বারবার প্রশ্ন তুলেছে। অনেকেই মনে করছেন, এবারের কড়া প্রতিক্রিয়া সেই সব দীর্ঘদিনের সমালোচনার জবাব হিসেবেও ধরা যায়।