চাকসু নির্বাচনে প্যানেল দেবে না বাগছাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল এবং বামপন্থি ছাত্র সংগঠনগুলো। তবে এবারের নির্বাচনে কোনো প্যানেল দিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাগছাস চবি শাখার সদস্য সচিব আল মাশনূন।
তিনি বলেন, “আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের কোনো সদস্য চাইলে স্বতন্ত্রভাবে প্রার্থী হতে পারেন।”
তিনি আরও জানান, “কেন প্যানেল না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পরবর্তীতে জানানো হবে।”
চাকসু ও হল সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র এবং ডোপ টেস্ট সনদ জমা দেওয়া যাবে। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যাচাই-বাছাই। ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।