শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই
ছবি: সংগৃহীত

ভারতের খ্যাতনামা কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়ে শুক্রবার স্থানীয় সময় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় চিকিৎসকদের চেষ্টায়ও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

জুবিন গার্গের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের আসামের মন্ত্রী অশোক সিংঘল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল প্রয়াণে আমরা মর্মাহত। আসাম হারাল তার হৃদস্পন্দন।”

তিন দশকের বেশি সময় ধরে সঙ্গীত জগতে সক্রিয় জুবিন গার্গ আসামি, বাংলা ও হিন্দি ভাষার গান গেয়ে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তবে বলিউডের ‘গ্যাংস্টার’ (২০০৬) ছবির ‘ইয়া আলি’ গানটিই তার ক্যারিয়ারে সর্বাধিক পরিচিতি এনে দেয়। প্রীতমের সুর ও সাঈদ কাদরির কথায় গাওয়া এই গান তখনকার সময়ের অন্যতম হিটে পরিণত হয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত বিষয়: