শনিবার ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ১ নভেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রাত ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

মৃত রাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দাফন-কাফনের প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য প্রথম ধাপে দুই লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা পরবর্তীতেও প্রয়োজনীয় সব সহযোগিতা করবে বলে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাকিব ভবনের নির্মাণ বর্জ্যভর্তি বস্তা মাথায় করে ১০ তলা ভবনের ৮ তলা থেকে খোলা জানালা দিয়ে নিচে ফেলতে গেলে ভারসাম্য হারিয়ে বস্তাসহ নিচে পড়ে যান। নিচে জমে থাকা নির্মাণ বর্জ্যের স্তুপে পড়ে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা আহ্বান করে। সভায় সিদ্ধান্ত হয়— নির্মাণাধীন ভবনগুলোর চারপাশে দ্বিতীয় তলা পর্যন্ত নিরাপত্তা বেষ্টনি (সেফটি নেট) স্থাপন করা হবে এবং নির্মাণ সামগ্রী ওঠানামার জন্য বেল্ট প্ল্যাটফর্ম তৈরি না হওয়া পর্যন্ত এক তলার ওপরে সব নির্মাণকাজ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, “দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, “নির্মাণ শ্রমিক রাকিবের মৃত্যু বেদনাদায়ক ও দুঃখজনক। এটি তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।”

জনপ্রিয়