শনিবার ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ১ নভেম্বর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি স্থগিত
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুবিধা বিবেচনায় স্নাতক (অনার্স) তৃতীয় বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। যারা ইতোমধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাদের ফি অ্যাডজাস্ট করা হবে।”

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ২৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

তবে, অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে শিক্ষার্থীরা ফরম পূরণ বয়কটের ঘোষণা দেয়। জানা গেছে, গত বছরের তুলনায় এবার ১,১০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ফি দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: