জবিতে আজ সব ক্লাস ও পরীক্ষা বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রোববার (২৩ নভেম্বর) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে জকসু নির্বাচনের কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “রাজধানীতে বারবার ভূমিকম্প হওয়ায় শিক্ষার্থীসহ সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই আমরা রোববারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছি। এটি শুধু এক দিনের জন্য প্রযোজ্য। তবে জকসুর নির্বাচনী কার্যক্রম যথারীতি চলবে—এ বিষয়ে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে, তবে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস নিয়মিত চলাচল করবে। জকসু নির্বাচনের সব কার্যক্রমও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে জানিয়ে দেবে।



























