সোমবার ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ২৩ নভেম্বর ২০২৫

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত চিকিৎসা ও একাধিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে তাকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

চিকিৎসকের ভাষ্যমতে, বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ফিরোজা বাসভবন থেকে তিনি হাসপাতালে পৌঁছান। গত শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি অংশ নেন। এরও আগে, ১৫ অক্টোবর তিনি একই হাসপাতালে একদিনের জন্য স্বাস্থ্য পরীক্ষায় ভর্তি হয়েছিলেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসজনিত সমস্যা ও চোখের রোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

জনপ্রিয়