সোমবার ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ২৩ নভেম্বর ২০২৫

দ্রুততম ২৫০ উইকেট নিয়ে তাইজুলের ইতিহাস

দ্রুততম ২৫০ উইকেট নিয়ে তাইজুলের ইতিহাস
ছবি: সংগৃহীত

"বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে, গতকাল শনিবার টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাত্র ৫৭টি টেস্ট খেলে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা তাইজুলের জন্য এটি একটি বিশেষ অর্জন। একইসাথে, তিনি বাঁ-হাতি স্পিনার হিসেবে সবচেয়ে দ্রুত ২৫০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন।"

এর আগে শ্রীলঙ্কান কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক স্পিন কোচ রঙ্গনা হেরাথ ৫৭ টেস্টে ২৫০তম উইকেট শিকার করেছিলেন। যা বাঁ-হাতি স্পিনার হিসেবে সবচেয়ে দ্রুততম। সমান টেস্টে তার রেকর্ডে ভাগ বসিয়েছেন তাইজুল। এ ছাড়া পাকিস্তানি ডানহাতি লেগস্পিনার দানেশ কানেরিয়াও ৫৭তম টেস্টে ২৫০ উইকেট পেয়েছিলেন। সবমিলিয়ে তাদের ওপরে আছেন ৪ স্পিনার। যদিও তাদের কেউ ডানহাতি অফব্রেক কিংবা লেগস্পিনার। তবে বাঁ–হাতি স্পিনারদের মধ্যে রাজত্বটা কেবলই তাইজুল-হেরাথের দখলে।

মিরপুর টেস্টের চতুর্থ দিনে গতকাল আয়ারল্যান্ডের ৩ উইকেট নিয়েছিলেন তাইজুল। তখন টেস্টে তার উইকেট ছিল ২৪৯টি। আজ অ‍্যান্ডি ম‍্যাকব্রাইনকে এলবিডব্লিুউ’র ফাঁদে ফেলে মাইলফলক পূর্ণ করেন ৩৩ বছর বয়সী এই তারকা। আম্পায়ার আউট দিলেও আইরিশ ব্যাটার রিভিউ নিয়েছিলেন, আম্পায়ার্স কলের সুবাদে সফল তাইজুল। তিনি ভাঙলেন কার্টির ক্যাম্ফার-ম্যাকব্রাইনের ২৬ রানের জুটি।

সবমিলিয়ে টেস্টে দ্রুততম ২৫০ উইকেট শিকারের রেকর্ডটি ভারতীয় তারকা রবীচন্দ্রন অশ্বিনের। তিনি মাত্র ৪৫ টেস্টে ওই বিশ্বরেকর্ড গড়েন। তাইজুল-হেরাথ-কানেরিয়ার আগে ওই তালিকায় আছেন ৪ স্পিনার, অশ্বিন ছাড়া বাকিরা হলেন– মুত্তিয়া মুরালিধরন (৫১), শেন ওয়ার্ন (৫৫), অনিল কুম্বলে (৫৫)। ৫৭তম টেস্টে ২৫০ উইকেট পাওয়া বোলারের সংখ্যা ৬ জন। যেখানে তাইজুল সর্বশেষ নাম। তাদের ওপরে আছেন সবমিলিয়ে আরও ১৫ জন।

এর আগে তাইজুল চলমান এই টেস্টেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিবকে ছাড়িয়ে যান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ৭১ ম্যাচ। তার চেয়ে ১৪ টেস্ট কম খেলেই সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন তাইজুল। সাকিব অবশ্য কেবল বিশেষজ্ঞ স্পিনারই নন, লম্বা সময় অলরাউন্ডার হিসেবে টাইগার ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন।

জনপ্রিয়